Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ফিলিপনগর ইউনিয়নে পদ্মার ভাঙ্গন চরমে পৌছেছে, নিস্ব ও সহায় সম্বলহিন প্রায় দেড় হাজার মানুষ।
বিস্তারিত

কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধিন ফিলিপনগর ইউনিয়নে পদ্মা নদীর ভাঙ্গন চরমে পৌছেছে, এবছর প্রায় ৯৫০ টি বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। ঝুকিপূর্ন ৫টি শিক্ষা প্রতিষ্ঠান এবং ইউনিয়ন পরিষদে যোগাযোগের রাস্তা সম্পূর্ন বিছিন্ন, রাস্তা এবং শিক্ষা্প্রতিষ্ঠান বাচাতে এ পর্যন্ত পাউবি এর কোন কর্মকর্তা দেখা মেলেনি আজ পর্যন্ত নেই কোন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী ও আর্থিক সহযোগীতা। এমতাবস্থাই এই ইউনিয়নের জনগনের এমন অবস্থা নিজের চোখে দেখলে কেউ সহ্য করতে পারবে না, আমরা ৮জন সদস্যের একটি টিম নদী ভাঙ্গন পরিবারের বাড়ি ঘর সরাতে সাহাজ্য করেছি মাত্র কিন্তু দিতে পারছি না দুবেলা দুমোঠো ভাত এবং বাড়ি রাখবার জায়গা। ইতি মধ্যে সম্মানিত জেলা প্রশাসক মহোদয় এবং জেলা প্রশাসক মহোদয়ের সহধর্মিনী ৩ দিন অত্র ইউনিয়ন পরিদর্শন করেন এবং ত্রান ও নগদ ১০,০০০/= টাক প্রদান করেন দূর্গতদের মাঝে। কিন্তু যে পরিমান ত্রান বিতরন করা হয় তা পর্যাপ্ত নয়। তাই উক্ত ইউনিয়নের জনগনকে বাচাতে আমি সকলের সহযোগীতা ও দোয়া প্রার্থনা করছি।

 

অনেক প্রতিক্ষার পর শুরু হতে যাচ্ছে পদ্মার ভাঙ্গন রোধে স্থায়ী বাধের কাজ।

                                                                                                           রাজু আহমেদ

                                                                                   উদ্যোক্তা ফিলিপনগর ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র

                                                                                                     ০১৭১৯০৪২২৮৫

                                                                                                     ০১৯১১৬০৫০৪১

ডাউনলোড
প্রকাশের তারিখ
30/04/2016